বুধবার, ৩ আগস্ট, ২০১৬

জেনে নিন কালার টিভি কিভাবে ব্যাবহার করলে বেসি দিন চলবে।

আসছালামু আলাকুম, আপনারা কেমন আছেন,আল্লাহর রহমাতে আমি ভাল আছি। আজ আমি প্রথম লেখাটি টিভির ব্যাবহার নিয়ে লিখেছি।
                  
                          জেনে নিন কালার টিভি কিভাবে ব্যাবহার করলে বেসি দিন চলবে।

 প্রথমে আপনাকে যা করতে হবে কালার টিভিটি শুকনো যায়গায় রাখতে হবে, খেয়াল করবেন টিভির চারপাশে আদৃতা বা স্যতস্যতে না থাকে, টিভির AC পেলাগ বা পওয়ার ক্যাবল / তার কারেন্ট সংযোগ দেবার সময় টিভির অন অফ সুইজ অফ করে রাখবেন,খেয়াল করতে হবে কারেন্টের সকেট লুজ আছেকিনা, যদি থাকে তাহলে একজন টেকনিশিয়ান দ্বারা মেরামত করে নিবেন,তানা হলে আপনার টিভির পাওয়ার অথবা সিসটেম নষ্ট হতেপারে। টিভি দেখা শেষ হলে রিমোট দিয়ে বন্দ করবেনা, কারেন্টের পেলাগ খুলে রাকবেন। অথবা কারেন্ট বোডে অন অফ সুইজ করে বন্দো রাখুন,খেয়াল রাখবেন কারেন্ট চলে গেলে টিভি অফ রাখবেন কারেন্ট আসার কিছুখন পর টিভির পেলাগ লাগাবেন,ভোলটেজ বেসি বা কমহলে টিভি বন্দ রাখুন,কমপক্ষে প্রতিদিন গড়ে ২-৩ ঘণ্টা টিভি চালু রাখবেন,মনে রাখা ভালো ৭দিনের বেসি একদম বন্দো রাখা যাবেনা, একাদিক দিন টিভি বন্দো থাকিলে যন্ত্রাংঅংশ জ্যাম হয়ে টিভির মাদারবোড অকেজো হয়ে যেতে পারে।
এভাবে যত্নবান হলে আশা রাখি আপনার টিভির আয়ু অনেক বেরে যাবে এবং ভালো থাকবে।
                                  লেখাটি ভালো লাগলে দয়া করে কমেন্ট করুন।

আরো জানতে  facebook,twitter,google+,tech technique সাইটে ভিজিড করুন
www.raihan.gala@gmail.com এই ঠিকানয় ।   raihanzahir.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমাকে লিখে জানাবেন