মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

জেনে নিন মোবাইল মাদার বোডের কয়টি অংশ তার কাজ ও পরিচিতি।

একটি মোবাইল মাদার বোডের ৩ টি অংশ থাকে। ১। নেট সেকশন ২। পাওয়ার সেকশন ৩। কন্টোল সেকশন
* নেট সেকশন- মাদার বোডের নেটোয়ার্ক নিয়ান্ত্রন করাই তার কাজ। এটি সাধারনত মাদার বোডের উপরের অংশে থাকে।
নেট সেকশনের বিভিন্ন পার্সের নাম- ১। পিয়েব ২। এন্টিনা সুইজ ৩। কাপলার ৪। ফিল্টার ৫। হ্যাগার
* পাওয়ার সেকশন- সাধারনত মোবাইল মাদার বোডের মাঝখানে থাকে, মোবাইলের পাওয়ার নিয়ান্ত্রন করাই তার কাজ।
পাওয়ার সেকশনের বিভিন্ন পার্সের নাম- ১। পাওয়ার আইসি ২। চার্জিং আইসি ৩। ইউ এম ৪। অডিও আইসি
পাওয়ার সেকশনের ছোট পার্স গুলো অনন্য অনন্য পার্সের তুলনায় একটু বড় হয়।
* কন্টোল সেকশন- মাদার বোডের নিচের অংশে থাকে, সম্পূর্ণ মাদার বোড নিয়ান্ত্রন করাই কন্টোল সেকশনের কাজ।
কন্টোল সেকশনের বিভিন্ন পার্সের নাম- ১। সিপিইউ আইসি ২। ফ্ল্যাসার ৩। Ram ৩। Rom
আজ এ প্রযন্ত লেখা মাঝে কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমার চোখে দেকবেন। দয়াকরে কমেন্ট করুন।

আরো জানতে  facebook,twitter,google+,tech technique সাইটে ভিজিড করুন www.raihan.gala@gmail.com এই ঠিকানয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমাকে লিখে জানাবেন