সোমবার, ২২ আগস্ট, ২০১৬

ঘরে বসে আপনি তৈরী করুন ইয়ার কুলার এসি

 প্রথমে চিত্র গুলি দেখুন

১নং চিত্র, প্রথমে সেলেক্ট করুন কেমন ফ্যান দিয়ে ইয়ার কুলার টা তৈরী করবেন সেই ফ্যানের তুলোনায় একটু বড় একটি ডাকনা সহ পেলাস্টিক কৌটা সংগ্রহ করে চিত্র মতো ফ্যান বসানোর জন্য রুলার করে নিন।
২নং চিত্র, রুলার অংশ টুকু কেটে নিন।
৩নং চিত্র, এবার ফ্যান টা ভালো ভাবে কৌটার উপরে বসিয়ে কসটেপ অথবা গাম দিয়ে মজবুত করে লাগিয়ে নিন।
৪নং চিত্র, দেখুন।
৫নং চিত্র, উপরের ডাকনা টা খুলে রেখে সমান তিন টা ছিদ্র করুন।
৬নং চিত্র, দেখুন।
৭নং চিত্র, এবার কৌটার ছিদ্র অনুযাই পিবিসি পাইপ তিন টুকরা কেটে নিন।
৮নং চিত্র, ছিদ্রের ভিতরে পিবিসি পাইপের টুকরা গুলি এভাবে কসটেপ অথবা গাম দিয়ে বসিয়ে নিন।
৯নং চিত্র, কৌটার ভিতরে দেখুন।
১০নং চিত্র, বাহিরের অংশ দেখুন।
১১নং চিত্র, এবার কৌটার ভিতরে পরিমান মত বরফ দিয়ে ভালো ভাবে চেপে দিন।
১২নং চিত্র, সব শেষে কৌটার ডাকনাটা এভাবে লাগিয়ে ফ্যান প্লাগিন করে অন করুন। তৈরী হয়ে গেলো ইয়ার কুলার দেখুন মজা বরফের ডান্ডা হাওয়ায় আপনার রুমটি একদম সিতাতাপ নিয়ানত্রিত হল।



আমার লেখাটা ভাল লেগে থাকলে আমাকে কমেন্ট করুন । 
মোবাইল সমান্দে আরো জানতে এই ঠিকানায় ভিজিট করুন 
মোবাইল সার্ভিসিং মিডিয়া জহির রাইহান / Facebook / twitter / Google+ / Tech technique / you tube. 
www.raihan.gala@gmail.com / www.raihanzahir.blogspot.com 
 মোবাইল করুন - 01736249454,01920197490

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমাকে লিখে জানাবেন