সোমবার, ১ আগস্ট, ২০১৬

মোবাইল গ্লাসের দাগ পরিস্কার করুন এবার পেস্ট দিয়ে।

আরো জানতে  facebook,twitter,google+,tech technique সাইটে ভিজিড করুন www.raihan.gala@gmail.com এই ঠিকানয় ।
আসছালামু আলাইকুম,বন্দুরা কেমন আছেন,আমি আল্লাহর ইচ্ছায় ভালো আছি। আজ আপনাদের জন্য আর একটি ভিন্ন রকম মজার টিপস নিয়ে এলাম, পেস্ট দিয়ে সিডি,ডিভিডি,মোবাইলের গ্লাসের ফাংগাস আথবা দাগ পরিস্কার করা যায়। অবিশ্বাস হলেও সত্য তা পরীক্ষা করে দেখুন। আপনার চার পাশে খুটি নাটি অনেক বস্তু আছে একটু মেধা ও টেকনিক খাটালে আনেক কিছু আবিস্কার করা যায়। এবার কাজের কথায় আসি,যে কোনো CD/DVD/মোবাইলের গ্লাস/গাড়ির গ্লাস/কাচ দির্ঘদিন ব্যাবহারে ফলে ফাংগাস / দাগপরে ফ্যাকাসে বা ঘোলা হয়ে যায় তখন দেখতেও খারাপ লাগে এবং ব্যাবহারের অনউপযুগি হয়ে পরে। তখন এ গুলোকে পরি বতর্ন করেন অথবা ফেলে দিয়ে নুতন ক্রয় করেন। তাই না ফেলে CD/DVD/মোবাইলের গ্লাস/গাড়ির গ্লাসের উপর কলগেট পেস্ট দিয়ে ফোটা ফোটা লাগিয়ে নিন, এবার আলতো ভাবে হাত দিয়ে পেস্ট মেখে দিয়ে ভালো ভাবে কোনা গুলি সহ সর্ব যাগায় ঘসতে থাকুন, কিছুখন পর পরিস্কার সুতি কাপর দিয়ে মুছুন, তার পর তোয়ালে হালকা পানিতে ভিজিয়ে ভালো ভাবে মুছে ফেতে হবে। তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত পানির ব্যাবহারের ফলে আপনার মোবাইল টি যেন নষ্টো না হয়। আজ এ প্রযন্ত ভালো থাকবেন, আমাকে কমেন্ট করুন আবার হাজির হব অন্ন কিছু নিয়ে। আরো
জানতে  facebook,twitter,google+,tech technique সাইটে ভিজিড করুন www.raihan.gala@gmail.com এই ঠিকানয় ।        raihanzahir.Blogspot,com


Romantic  Music Vihttps://www.blogger.com/blogger.g?blogID=7630468644826378362#editor/target=post;postID=2861989550237011570;onPublishedMenu=allposts;onClosedMenu=allposts;postNum=56;src=postnamedeo Kilik Hear

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমাকে লিখে জানাবেন