বুধবার, ৩ আগস্ট, ২০১৬

মোবাইল মাদার বোডের ক্যাপাসিটার পরিচিতি ও কাজ।

আসছালামু আলাইকুম,কেমন আছেন বন্ধুরা,ইনশা আল্লাহ্ আমি ভাল আছি।
                                                                  আজ আমি নিয়েলাম ক্যাপাসিটার কি ? ও তার কাজ। মোবাইল মাদার বোডে ছোট ছোট অসংখ পার্স রয়েছে , ক্যাপাসিটার তার একটি অংশ। ক্যাপাসিটার নষ্ট হলে মাদার বোডের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়।  
ক্যাপাসিটারের কাজ - বিদ্যুৎ পিলটারিন করা,
ক্যাপাসিটার দুই প্রকার - 1। ইলেকট্টোলাইট ক্যাপাসিটার 2। ছিরামিক ক্যাপাসিটার
ইলেকট্টোলাইট ক্যাপাসিটার দুই প্রকার 1। পোলারিটি ক্যাপাসিটার 2। ননপোলারিটি ক্যাপাসিটার
পোলারিটি  ক্যাপাসিটার দেখতে হলুদ ও কালো রংঙের হয়। মিটার X-1 রেখে মাফতে হয় দুই পাসে মান দেখাবে তবে মিটাারের চেয়ে ম্যাজিক টুইজার দিয়ে মাফদিলে ভাল বোজা যায়, নষ্ট থাকলে সট দেখাবে।
ননপোলারিটি ক্যাপাসিটার দেখতে হালকা বাদামি কালার এর দুই পাশে সিলভার কালার হয়ে থাকে।

ছিরামিক ক্যাপাসিটার - দেখতে বাদামী বা এ্যাস কালার মতো এর দুই পাশে সিলভার কালার হয়ে থাকে, দেখতে অনেকটা  ননপোলারিটি ক্যাপাসিটার চেয়ে ছোট। আজ এ প্রযন্ত ভাল থাকুন।
                         লেখাটা ভাল লাগলে কমেন্ট ও লাইক করুন
মোবাইল সমান্দে আরো জানতে এই ঠিকানায় ভিজিট করুন।
                          জহির মোবাইল মিডিয়া,facebook,twitter,google+,tech technique.                           
                                                                    www.raihanzahir.blogspot.com                    
                                                                     www.raihan.gala@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমাকে লিখে জানাবেন