মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭

মোবাইল মাদার বোডের জিনার ডায়ড পরিচিতি ও কাজ।


পরম করুনা ময় আল্লাহর নামে শুরু করছি।
জিনার ডায়ড পরিচিতি ও কাজ।
আসছালামু-আলাইকুম, বন্ধুরা কেমন আছেন, আল্লাহর ইচ্ছায় আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম মোবাইল মাদার বোডের জিনার ডায়ড পরিচিতি ও কাজ।
জিনার ডায়ড দেখতে কালো রংঙে হয়ে থাকে 6পিন বিশিষ্ট এর 3নং পিন হলো আউটপুট এবং 1,4,6, নং পিন ইনপুট এবং 2,5 নং পিন গ্রাউন্ড।
জিনার ডায়ড মাপার নিয়ম :- ব্যাটারী অথবা চার্জার লাগিয়ে মিটারের সিলেক্টার DC-10 এ রেখে মাফতে হবে। ভালো থাকলে গায়ের উপরে লেখা ভোল্টেজ দেখাবে, খারাপ থাকলে কোন মান দেখাবে না অথবা ব্যাতিক্রম দেখাবে।
কাজ :- গায়ের উপর লেখা ভোল্টেজ সাপ্লাই দেওয়া এর কাজ।
আমার লেখাটা ভালো লেগে থাকলে আমাকে লাইক লমেন্ট করুন।
এখানে ক্লিক করে মজার মজার নতুন ভিডিও পেতে আমার you tube চ্যানেলটি সাবস্কাইব করুন।
Save

মোবাইল সমান্দে আরো জানতে এই ঠিকানায় ভিজিট করুন মোবাইল সার্ভিসিং মিডিয়া জহির রাইহান https://www.Facebook.com https://www.twitter.com https://www.Google+.com https://www.Tech technique.net.com https://www.you tube.com www.raihan.gala@gmail.com / www.raihanzahir.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমাকে লিখে জানাবেন