রবিবার, ২ এপ্রিল, ২০১৭

মোবাইলের ক্রিস্টাল পরিচিতি কাজ ও সমাধাণ।


পরম করুনা ময় আল্লাহর নামে শুরু করছি।
মোবাইলের ক্রিস্টাল পরিচিতি কাজ ও সমাধাণ।
আসছালামু-আলাইকুম, বন্ধুরা কেমন আছেন, আল্লাহর ইচ্ছায় আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম মোবাইলের ক্রিস্টাল পরিচিতি কাজ ও সমাধাণ।
ক্রিস্টাল 13-16,26,30 M.H.Z সংক্ষেপে এটাকে আমরা 13-26 বলে থাকি। ক্রিস্টাল দেখতে চার কোনা, এবং মেটাল কাভার যুক্ত, ক্রিস্টাল 4/6/8 অথবা 12 পিনের হয়। কোন কোনো মোবাইলে ক্রিস্টাল একাদিক থাকে। নষ্টহলে নেটওর্ক থাকেনা এবং মোবাইল সেট ডেড ও হতে পারে।
ক্রিস্টাল মাপার নিয়ম- মিটারের সিলেক্টর x-10 এরেখে মাফতে হবে। কোনা কুনি ভাবে দুই কোনায় মাফ নিলে মান দেখাবে, এবং অপর দুই কোনায় মান দেখাবে না। ভালো থাকলে গায়ের উপরে লেখা মান দেখাবে, খারাপ থাকলে কোন মান দেখাবে না। নষ্ট হলে 0 ওহমস দেখাবে অথবা ব্যাতিক্রম দেখাবে।
সমাধান- বেসির ভাগেই ক্রিস্টাল সাধারনত গরম হয়ে লুজ কালেকশন হয়, কাজনা করলে পেষ্ট দিয়ে সোল্ডার করলে ঠিক হয়।

আমার লেখাটা ভালো লেগে থাকলে আমাকে লাইক লমেন্ট করুন।
এখানে ক্লিক করে মজার মজার নতুন ভিডিও পেতে আমার you tube চ্যানেলটি সাবস্কাইব করুন।


 মোবাইল সমান্দে আরো জানতে এই ঠিকানায় ভিজিট করুন মোবাইল সার্ভিসিং মিডিয়া জহির রাইহান https://www.Facebook.com https://www.twitter.com https://www.Google+.com https://www.Tech technique.net.com https://www.you tube.com www.raihan.gala@gmail.com / www.raihanzahir.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমাকে লিখে জানাবেন