রবিবার, ২ এপ্রিল, ২০১৭

মুখে ও জিহবার ঘা হলে যা করবেন।



পরম করুনা ময় আল্লাহর নামে শুরু করছি।
মুখে ও জিহবার ঘা হলে যা করবেন।
আসছালামু-আলাইকুম, বন্ধুরা কেমন আছেন, আল্লাহর ইচ্ছায় আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি সজিব পুরাতন চিকিৎসা। জিহবায় ঘা হলে করনিয় কি?
* রসুন বাটিয়া গাওয়া ঘি বা সরিষার তৈলেভাজিয়া জিহবায় দিয়া চাটিয়া খাইলে আরোগ্য হয়। 2বার করিয়া 3দিন।
* রসুন পিষিয়া ও রসুনের রস নিয়মিত 3-4 দিন ঘা-এ লাগালে ঘা সহ ঘাএর দাগ ভালো হয়।

আমার লেখাটা ভালো লেগে থাকলে আমাকে লাইক লমেন্ট করুন।
এখানে ক্লিক করে মজার মজার নতুন ভিডিও পেতে আমার you tube চ্যানেলটি সাবস্কাইব করুন।

 মোবাইল সমান্দে আরো জানতে এই ঠিকানায় ভিজিট করুন মোবাইল সার্ভিসিং মিডিয়া জহির রাইহান https://www.Facebook.com https://www.twitter.com https://www.Google+.com https://www.Tech technique.net.com https://www.you tube.com www.raihan.gala@gmail.com / www.raihanzahir.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমাকে লিখে জানাবেন