সোমবার, ৬ মার্চ, ২০১৭

মোবাইলের LED বা লাইট জ্বলেনা দেখুন সমাধান।



LED বা লাইট জ্বলেনা দেখুন সমাধান।
আসছালামু-আলাইকুম, বন্ধুরা কেমন আছেন আল্লাহর ইচ্ছায় আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম মোবাইলের LED বা লাইট জ্বলেনা তার সমাধাণ।
LED এর  পুরো নাম লাইট এমোটিং ডায়ড।
মিটারেরসিলেক্টর x-1 রেখে মাপতে হবে। LED ভালোথাকলে জ্বলবে খারাপ থাকলে জ্বলবেনা।
দুটি কারনে LED জ্বলেনা, পথম কারন LED নষ্ট হলে- ভালো একটি LED লাগাতে হবে।

দ্বিতীয় কারন ব্যাটারী ভোল্টেজ না থাকিলে।
সে ক্ষেত্রে মাপ দিয়ে দেখতে হবে, সমস্যা কি ? যদি ব্যাটারী ভোল্টেজ এর সমস্যা হলে ডায়া গ্রাম দেখে লাইন গুলি চেক করতে হবে। LED আইসি পরিবতন করতে হবে।
আশা রাখি এই কাজ গুলি করলে সমস্যার সমাধান হবে।

যদি ডিসপ্লের লাইট না জ্বলে তখন দুটি কারন দেখতে হবে। ডিসপ্লে কানেক্টরে মান আছে কিনা অথবা বাতি নষ্ট কিনা ডিসপ্লে তে মান না থাকিলে চিকন তার দিয়ে লাইন টানতে হবে। লাইট খারাপ থাকিলে নতুন একটি লাইট লাগাতে হবে।


আমার লেখাটা ভাল লেগে থাকলে আমাকে কমেন্ট করুন । মোবাইল সমান্দে আরো জানতে এই ঠিকানায় ভিজিট করুন মোবাইল সার্ভিসিং মিডিয়া জহির রাইহান https://www.Facebook.com https://www.twitter.com https://www.Google+.com https://www.Tech technique.net.com https://www.you tube.com www.raihan.gala@gmail.com / www.raihanzahir.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমাকে লিখে জানাবেন