রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭

মোবাইল সেট হ্যাং করে সমস্যার সমাধান।



আসছালামু-আলাইকুম,বন্ধুরা কেমোন আছেন, আল্লহর ইচ্ছায় আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি মোবাইল টিপস ।
মোবাইল সেট হ্যাং করে সমাধান।
মোবাইল হ্যাং একটি ঝটিল সমস্যা,সাধারনতো হ্যাং সমোস্যা গুলি 60% সমাধান হয়না। তারকারন বেশির ভাগ সেট পাওয়ার আইসি থেকে হ্যাং হয়।এছারা ও বিভিন্ন কারনে সেট হ্যাং হয়ে থাকে। তাই খুব সাবধানে হ্যাং সমস্যার জন্য কাজ করতে হবে।
মনে রাখতে হবে সেট হ্যাং Software এবং হাডওয়ার দুটি কারনেই হতে পারে । সফটওয়ারের জন্য সেট ফ্লেলাশ দিতে হবে। এবং হাডওয়ারের জন্য নিচে দেওয়া টিপস গুলি ফলো করতে হবে।
তবে মোবাইল সেট খোলার আগে ভালো ভাবে দেখে নিবেন কিপাট অথবা সাইট বাটন গুলি চাপ লেগে আছেকিনা। যদি থাকে প্রথমে তা অপসারন করে দেখতে হবে। তার পর নিচের কাজ গুলি ফলো করলে আশা রাখি সমস্যার সমাধান হবে ইনশআল্লাহ্।
1। সেট খোলার পর ভালো করে ওয়াস করতে হবে
2। মাদার বোড পেষ্ট দিয়ে সোল্ডারিং করতে হবে
3। সাইট ভলিয়ম বা সাইট বাটন মাদার বোড থেকে সংযোগ বিছিন্ন করতে হবে।
4। চার্জিং বেইজ বা চার্জিং কানেক্টর মাদার বোড থেকে সংযোগ বিছিন্ন করতে হবে।
5। পাওয়ার আইসি বেশি করে পেষ্ট দিয়ে পরিমান মত হিট দিতে হবে।
6। যদি পাওয়ার আইসি চেইনজ করা যায় তাহলে চেইঞ্জ করে দবেন।
7। সব শেষে সফটওয়ারের জন্য সেট ফ্লেলাশ দিতে হবে।
তবে এই ধাপ গুলি দুই একটা করলেই আপনার সমস্যার সমাধান পেতে পারেন।
আমার লেখাটা ভালে থাকলে আমাকে লাইক কমেন্ট করুন।


 মোবাইল সমান্দে আরো জানতে এই ঠিকানায় ভিজিট করুন মোবাইল সার্ভিসিং মিডিয়া জহির রাইহান https://www.Facebook.com https://www.twitter.com https://www.Google+.com https://www.Tech technique.net.com https://www.you tube.com www.raihan.gala@gmail.com / www.raihanzahir.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমাকে লিখে জানাবেন